আসন্ন ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন সিটি মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী। দীর্ঘ প্রায় দুই মাস প্রার্থী হবেন কি না তা ঝুলিয়ে রেখে অবশেষে আজ স্পষ্ট ঘোষণা দিলেন। এই ঘোষণার মধ্য দিয়ে অনেক নাটকীয়তা ও জল্পনা-কল্পনার অবসান হলো।
আজ শনিবার বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠে তিনি নিজে এক সমাবেশের আহ্বান করেন। পূর্ব নির্ধারিত এই জনসভায় মেয়র আরিফ তার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন এমনই কথা ছিল।