বাক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, মানবিক মর্যাদাশীল রাষ্ট্র এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জাতীয় সমন্বয় কমিটি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে প্রতিবাদকারী একঝাঁক তরুণ নেতার নেতৃত্বে এই সংগঠনটি গঠিত হয়েছে।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আজ শনিবার দুপুরে সংগঠনের সভাপতি হানিফ বাংলাদেশির সভাপতিত্বে এবং মেহেদি হাসানের সঞ্চালনায় আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়।
এতে স্বাগত বক্তব্য দেন মোজাম্মেল মিয়াজী। মূল প্রবন্ধ পাঠক করেন সুরাইয়া ইয়াসমিন। সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে মূল আলোচনা করেন সাংবাদিক সৈয়দ শিমুল পারভেজ।
ওই সময় আরও বক্তব্য দেন—ছাত্রনেতা ইউসুফ শাকিল, রেশমা আক্তার, শামসুল আলম, অধ্যাপক আজিজুল রহমান মিঠুসহ অনেকে।
সংগঠনের সভাপতি হানিফ বাংলাদেশি বলেন, ‘সরকার ও রাষ্ট্র ভিন্ন বিষয়। কিন্তু এখন সরকার এবং রাষ্ট্র এক ও অভিন্ন হয়েছে। বিদেশে পাচার করা টাকা ফেরত এনে যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা এখন বিদেশমুখী। কেউ মনে করে আমেরিকা, জাপান তাদের ক্ষমতা এনে দেবে। আরেক দল মনে করে ভারত, চীন ও রাশিয়া তাদের ক্ষমতায় থাকার জন্য সহায়ক হবে। এমন অবস্থায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি বলেন, ‘আজকে আমাদের আংশিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব।’
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd