নেত্রকোনা বি এন পি ঘোষিত কর্মসূচী (২০ মে) শনিবার পালনকালে সরকারদলীয় আওয়ামীলীগ ও বি এন পি নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বি এন পি ও সহযোগী সংগঠনের প্রায় ১০ জন আহত হয়েছে। এতে জেলা বি এন পি কেন্দ্র ঘোষিত সমাবেশ পন্ড হয়ে যায়।
শনিবার (২০ মে) দুপুরে জেলা শহরের নতুন জেলখানা সড়কে বি এন পি নেতাকর্মীরা কর্মসূচী পালন করতে গেলে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা ধাওয়া করে। পড়ে স্থান পরিবর্তন করে জেলা সদরের মদনপুর এলাকায় সমাবেশ করতে চাইলে সেখানেও বাঁধা ডেয়া হয় এতে উত্তেজনার সৃষ্টি হয় এবং দু পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । এ ঘটনায় প্রায় ১০ জন বি এন পি নেতা কর্মী আহত হয় ।
জেলা বি এন পির সমাবেশে যোগদান করতে আসা কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব ও নেত্রকোণা তিন (আটপাড়া -কেন্দুয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি রোটারিয়ান এম নাজমুল হাসান জানান, সরকারদলীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ভয়াভহ তান্ডব ও প্রকাশ্যে দিবালোকে আগ্নেয়াস্রের মহড়ায় বিএনপি’র শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ বানচাল হয়েছে। মূহুর্মূহু টিয়ারশেলের আওয়াজ, ধাওয়া, লাঠিচার্জ, গণগ্রেফতার, যানবাহনে তল্লাশীর মাধ্যমে ব্যাপক ভীতিকর পরিস্থিতির সৃস্টি করে। পুলিশ ও আওয়ামীলীগের যৌথ হামলায় বিএনপি’র বহু নেতা কর্মী আজ আহত হয়েছে। আমি এই ন্যাক্কারজনক কাপুরুষিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এ ঘটনায় পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সমাবেশস্থলে যোগ দেননি।