নির্বাচন ছাড়াই বর্তমান জাতীয় সংসদের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন।
আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে তিনি এ প্রস্তাব করেন। মানববন্ধনে শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন বলেন, এখানে অনেক ধরনের বক্তব্য এসেছে। আমি একটু ভিন্ন বক্তব্য দিতে চাই। ২০১৮ সালে জাতীয় নির্বাচনের পর আজ পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু কী ধরনের মহাদুর্যোগের ভেতর দিয়ে দেশ চলেছে, দেশের সব জায়গায় আমরা বিশ্ববাসীর সঙ্গে যে কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছি সেটা কেউ অস্বীকার করতে পারবে না। সে কারণে প্রধানমন্ত্রী, সুশীল সমাজ ও রাজনৈতিক দল, সবার কাছে আকুল আবেদন জানাই, আগামী ৬ মাস পরে যে জাতীয় নির্বাচন রয়েছে, যদিও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু আমি মনে করি, প্রাকৃতিক দুর্যোগের কারণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আপনি ইচ্ছা করলে মহাদুর্যোগের কারণ দেখিয়ে সংসদের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে নিতে পারেন। কমপক্ষে দুই বছর তো হতেই পারে। কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে জাতীয় সংসদ দুই বছর ঠিকমতো কাজ করতে পারেনি। দেশ সঠিকভাবে পরিচালিত হয়নি। সে কারণে প্রধানমন্ত্রী, সরকার, নির্বাচন কমিশন সবার কাছে আকুল আবেদন জানাই—এ ধরনের পরিস্থিতিতে যখন আমাদের সামাজিক, অর্থনৈতিক নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছি—সেই সময়ে এ ধরনের জাতীয় নির্বাচনের নামে যে হানাহানি এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের কোনো ধরনের বাধ্যবাধকতা সরকার এবং জনগণের নেই।’