ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হত্যার হুমকিদাতা বিএনপি নেতার বিরুদ্ধে রাজশাহীতে মামলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • ১৬৭৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নামে মামলা হয়েছে।

সন্ত্রাস দমন আইনে গতকাল রোববার রাতে রাজশাহীর পুঠিয়া থানায় একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।

গত ১৯ মে পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন তিনি। সেই ভিডিওটি গতকাল রোববার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ২২ সেকেন্ডের ওই ভিডিওতে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‌‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নেই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমার করব ইনশাআল্লাহ।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজশাহীসহ সারা দেশে সমালোচনার ঝড় শুরু হয়। এ পরিপ্রেক্ষিতে আজ সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। কেন্দ্রীয় প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাজশাহীতে চাঁদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ।

পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, রোববার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন। এরপর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে গত বছরের ২৬ জুলাই আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মানহানির মামলা হয়। তার ওই বক্তব্য প্রচারের অভিযোগে আরও সাতজনকে মামলায় আসামি করা হয়েছিল। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার আদালতে মামলাটি করেছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হত্যার হুমকিদাতা বিএনপি নেতার বিরুদ্ধে রাজশাহীতে মামলা

আপডেট সময় : ১০:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নামে মামলা হয়েছে।

সন্ত্রাস দমন আইনে গতকাল রোববার রাতে রাজশাহীর পুঠিয়া থানায় একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।

গত ১৯ মে পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন তিনি। সেই ভিডিওটি গতকাল রোববার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ২২ সেকেন্ডের ওই ভিডিওতে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‌‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নেই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমার করব ইনশাআল্লাহ।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজশাহীসহ সারা দেশে সমালোচনার ঝড় শুরু হয়। এ পরিপ্রেক্ষিতে আজ সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। কেন্দ্রীয় প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাজশাহীতে চাঁদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ।

পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, রোববার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন। এরপর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে গত বছরের ২৬ জুলাই আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মানহানির মামলা হয়। তার ওই বক্তব্য প্রচারের অভিযোগে আরও সাতজনকে মামলায় আসামি করা হয়েছিল। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার আদালতে মামলাটি করেছিলেন।