গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে শোবিজ তারকাদের। বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানের প্রচারে মাঠে নেমেছেন তারা। ভোট চাইছেন দলবলে।
নৌকার প্রচারে অংশ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ, মাহিয়া মাহি, সাইমন সাদিক, অভিনেত্রী জেসমিন ও কৌতুক অভিনেতা রতন খান। রোববার (২১ মে) দিনভর প্রচার করেছেন তারা। তারকাদের দেখতে বিভিন্ন জায়গায় ভিড় করেছেন স্থানীয়রা।
ভোট প্রচারের কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। কোনাবাড়ীর পথসভায় চিত্রনায়ক ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেশুনে ও বুঝে আজমত উল্লাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। তিনি ভালো মানুষ এবং বীর মুক্তিযোদ্ধা। নৌকা মার্কার জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়। নাগরিক সুবিধা নিশ্চিত করতে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন।
আজমত উল্লাহর প্রচারে ভোটারদের উদ্দেশে চিত্রনায়িকা নিপুণ বলেন, আপনারা সবাই যেভাবে আমাকে ও কাঞ্চন ভাইকে সহযোগিতা করেছেন, তেমনভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আজমত উল্লা ভাইকে সহযোগিতা করবেন। ২৫ মে আপনারা নৌকা মার্কায় ভোট দিন। এই মেসেজটা দিতেই গাজীপুরে এসেছি আমরা।
ওদিকে ভোট প্রচারে বেশ সরব চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামীকে সঙ্গে নিয়ে চষে বেড়াচ্ছেন তিনি। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় লিফলেট বিতরণ করে এ নায়িকা। তিনিও ছবি শেয়ার করেছেন নিজের ফেসুবকে।
গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে। ২৩ মে মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd