জেলার ফকিরহাট উপজেলা থেকে গভীর রাতে পুলিশ চার হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান চালক ও হেলপারকে আটক করেছে । ওই উপজেলার নওয়াপাড়া মোড় থেকে মেসার্স তাহসিন ট্রান্সপোর্ট এজেন্সী নামের কাভার্ড ভ্যান তল্লাশি ্ করে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়। ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি মিনারেল ওয়াটার নিয়ে খুলনা যাচ্ছিল।
আটক কাভার্ডভ্যান চালক ঝালকাঠি জেলা সদরের মুরাসাতা এলাকার মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে মো. আইয়ুব হাওলাদার (৪৩) ও হেলপার বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটির খালকুলা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে রুবেল হোসেন (২৫)। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের ্র প্রস্তুতি চলছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, গোপানে সংবাদের ভিত্তিতে খুলনাগামী মিনারেল ওয়াটার বহনকারি মেসার্স তাহসিন ট্রান্সপোর্ট এজেন্সী নামের কাভার্ড ভ্যান আটক করা হয়। গাড়ির ভেতর তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় চালক ও সহযোগীকে গ্রেপ্তার করা হয় ।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd