ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভবিষ্যত – ইমামুর রশিদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • ১৯৪৩ বার পড়া হয়েছে

ইমামুর রশিদ

এ কোন ছবি দেখি?
এখানে মানুষেরা সাপের মগজ চিবিয়ে
চুষে নিয়ে শিখে নিতে চায়
যুদ্ধ নাকি সংগ্রাম?
ভোরের কোমল কুসুম আলোর
গন্ধ ভুলে গিয়ে
তারা ছিনিয়ে আনছে অন্ধকার
ফুরফুর করে ঢুকে পড়ছে কাদা ও আফিম
তাদের ভাতের থালায়
পাচ্ছি শুধু পোড়া গন্ধ চারিদিকে
পুড়ে যাচ্ছে ধানের বীজ সবুজ ফসল
আর বাঘের মত ভ্রুন
খেয়ালই নেই চায়ের পাতা চিড়ে
কখন বেরিয়ে আসছে
চরস কোকেন হেরোইন
যা আমাদেরও নগ্ন করে দেয়
যে শান্ত নদীর কূলে এতদিন জন্মেছে
পূর্ণতার খোঁজে মুক্ত স্বপ্ন
লোভী নিচ ঘৃণার বাসনায় ব্যর্থ নয়
সুখের মত স্বপ্ন মৃত্যুর নয়
এখন দেখি তা যেন
শীতের সাপের মত ঘুমন্ত
একটার পর একটা উৎসব ও আবিষ্কার
ক্রমশ কেড়ে নিচ্ছে শরীরের অগাধ সার
আর আকাশের মত মেলে রাখা জীবন
মানুষ এ কোন দিকে হাটছে?
এভাবেই কি হেটে যাবে ভবিষ্যৎ?

ট্যাগস :

2 thoughts on “ভবিষ্যত – ইমামুর রশিদ

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভবিষ্যত – ইমামুর রশিদ

আপডেট সময় : ১০:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

এ কোন ছবি দেখি?
এখানে মানুষেরা সাপের মগজ চিবিয়ে
চুষে নিয়ে শিখে নিতে চায়
যুদ্ধ নাকি সংগ্রাম?
ভোরের কোমল কুসুম আলোর
গন্ধ ভুলে গিয়ে
তারা ছিনিয়ে আনছে অন্ধকার
ফুরফুর করে ঢুকে পড়ছে কাদা ও আফিম
তাদের ভাতের থালায়
পাচ্ছি শুধু পোড়া গন্ধ চারিদিকে
পুড়ে যাচ্ছে ধানের বীজ সবুজ ফসল
আর বাঘের মত ভ্রুন
খেয়ালই নেই চায়ের পাতা চিড়ে
কখন বেরিয়ে আসছে
চরস কোকেন হেরোইন
যা আমাদেরও নগ্ন করে দেয়
যে শান্ত নদীর কূলে এতদিন জন্মেছে
পূর্ণতার খোঁজে মুক্ত স্বপ্ন
লোভী নিচ ঘৃণার বাসনায় ব্যর্থ নয়
সুখের মত স্বপ্ন মৃত্যুর নয়
এখন দেখি তা যেন
শীতের সাপের মত ঘুমন্ত
একটার পর একটা উৎসব ও আবিষ্কার
ক্রমশ কেড়ে নিচ্ছে শরীরের অগাধ সার
আর আকাশের মত মেলে রাখা জীবন
মানুষ এ কোন দিকে হাটছে?
এভাবেই কি হেটে যাবে ভবিষ্যৎ?