রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া সাড়ে ৯ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ১২ হাজার ৩৫০ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। এরপরে এটি বিক্রির জন্য স্থানীয় আড়তে তোলা হলে ব্যবসায়ী মো. মাসুদ মন্ডল প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দামে মোট ১২ হাজার ৩৫০ টাকায় মাছটি কিনে নেন।
আড়ৎত ব্যবসায়ী দুলাল মন্ডল বলেন, পদ্মা নদীর কর্ণেশনা চরের জেলেরা মাছটি সকালে বিক্রির জন্য আমার মৎস্য আড়তে নিয়ে আসলে ব্যবসায়ী মাসুদ মন্ডল মাছটি কিনে নেন।
দৌলতদিয়া ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মন্ডল বলেন, মাছটি বিক্রির জন্য বিভিন্ন ক্রেতার সাথে মুঠোফোনে যোগাযোগ করছি। কিছু টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করে দিবো।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd