আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এ বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়ে আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর আবেদন করেছেন দপ্তর সম্পাদক ড. মোবারক হোসাইন।
এতে বলা হয়, জামায়াতের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও আলেম-ওলামাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ জুন বিক্ষোভ মিছিল করা হবে। যা বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। এ বিষয়ে আপনার অবগতি, অনুমতি ও কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা কামনা করছি।