কর্মসূচির অনুমতি চাইতে গিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ের সামনে থেকে আটক জামায়াতের চার নেতাকে মুক্তি দেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।
তারা হলেন- সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সাবেক সহসভাপতি ড. গোলাম রহমান ভূঁইয়া, সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন ও অ্যাডভোকেট জালাল উদ্দীন ভূঁইয়া।
রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অনুমতি চাইতে বিকেলে ডিএমপি কার্যালয়ে আবেদন জমা দিতে যান জামায়াতের ওই নেতারা। এ সময় গেট থেকে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ জুন সোমবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় জামায়াতের ঢাকা মহানগরী শাখা। এ বিষয়ে সহযোগিতার আবেদন নিয়ে জামায়াতের প্রতিনিধি দল আজ বিকেলে ডিএমপি কার্যালয়ে গিয়েছিল।