তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে এখন পর্যন্ত এগিয়ে আছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান
আল-জাজিরার তথ্যমতে, বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা পর্যন্ত ৯৮ দশমিক ০৬ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে এরদোয়ান ৫২ দশমিক ১২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ন্যাশনস এলায়েন্সের কামাল কিলিজদারগলু পেয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট।
যদিও সরকারিভাবে এখনো নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিল গননা শেষে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করবে।
রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৬ কোটি মানুষ ভোটদানে অংশ নেন। এদের মধ্যে নতুন ভোটারের সংখ্যা ৫০ লাখ।
গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠ ভোট পাননি। এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। কামাল কিলিজদারগলু পেয়েছিলেন ৪৪ দশমিক ৯৯ শতাংশ ভোট। উল্ল্যেখ্য তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে সরকার গঠনের জন্য কম পক্ষে ৫০ শতাংশ ভোটের প্রয়োজন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd