মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংগঠন বিরোধী কার্যক্রম ও রাজনৈতিক স্বেচ্ছাচারিতা অভিযোগে উপজেলা বিএনপি আহবায়ক শেখ মোঃ আব্দুল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে আহবায়ক কমিটির সদস্যরা।
সোমবার বেলা সাড়ে ১১টায় সিরাজদিখান উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে একাধিক অভিযোগ করে শেখ মোঃ আব্দুল্লাহর বিরুদ্ধে অনতিবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কেন্দ্রীয় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এসময় বক্তব্য দেন, সিরাজদিখান উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, আহবায়ক সদস্য আওলাদ হোসেন, জসিম উদ্দিন খোকন, আব্দুল খালেক শিকদার দেলোয়ার হোসেন ভুইয়া,আলী আকছার মোল্লা।
তাদের অভিযোগ, সিরাজদিখান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মোঃ আব্দুল্লাহ’র অরাজনৈতিক সুলভ আচরণ, স্বেচ্ছাচারী মনোভাব, দক্ষ ও ত্যাগী নেতাদের সঙ্গে সম্পর্কচ্ছিন করে কতিপয় কর্মচারী দ্বারা দল পরিচালনা করা,
উপজেলা আহবায়ক কমিটির সদস্যদের পাশ কাটিয়ে সিদ্ধান্ত গ্রহণ, পছন্দের লোক দ্বারা ইউনিয়ন কমিটি গঠন, কেন্দ্র ঘোষিত কার্যক্রমে অংশ না নেওয়া, আহবায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে অধ্যবধি বিএনপির কার্যালয় কোন সভা না করে তালাবদ্ধ করে রাখা,
আহরায়ক কমিটির সদস্যদের সাথে আলোচনা না করেই একক সিদ্ধান্তে পছন্দের ব্যক্তিকে সদস্য সচিব নিয়োগ, চলমান ইউনিয়ন কমিটির দায়িত্ব কাউকে না দিয়ে ফেসবুকের মাধ্যমে ১৪টি ইউনিয়নের কমিটির বিলুপ্ত ঘোষণার পরবর্তীতে
সাত মাস পর পছন্দের লোক দিয়ে পুনরায় ফেসবুকের মাধ্যমে ১৪ ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা।
বর্তমান প্রেক্ষাপটে দলকে সাংগঠনিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হওয়াসহ আরও বহুবিধ কারণে সিরাজদিখান উপজেলা বিএনপির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে উপজেলার সকল শীর্ষ নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতশা বিরাজ এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হতাশা দেখা দিয়েছে।