সকাল ৯টা থেকে বিকেল ৫টা— চাকরির জীবন । এ রুটিনে কম বেশী আমরা অনেকেই বিরক্ত। তেমনি এই রুটিনে যারপরনাই বিরক্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রবার্ট ব্রেটন। একঘেয়ে এই জীবন বদলে ৩৫ বছরের এই যুবক চাইছিলেন প্রকৃতিকে আপন করে নিতে। যেমন ভাবা তেমন কাজ। ছাড়লেন চাকরি। এরপর নিজেই হাওয়াই রাজ্যের জঙ্গলে তৈরি করলেন নিজের জন্য ঘর। এক কথায় বনমানুষ হওয়ার সব রকম বন্দোবস্ত সেরেছেন নিজে নিজে।
ব্রেটন কীভাবে এ দুঃসাধ্য কাজ সম্পন্ন করলেন, তার নমুনা তুলে ধরেছেন নিজের সামাজিক মাধ্যম টিকটক ও ইউটিউবে। তিনি চাকরি ছেড়ে হাওয়াই রাজ্যে আসেন ২০২০ সালে এরপর ২৯ হাজার ৮৫০ ডলার খরচ করে জঙ্গলের মধ্যে কেনেন একটি প্লট। যে প্লটে গড়ে তোলেন নিজ হাতে দোতলা ঘর। ঘর তৈরিতে তার সময় লেগেছে প্রায় দুই বছর। তিনি বৃষ্টির পানি সংগ্রহ করেন এবং নিজের খাদ্য তৈরী করেন নিজেই। তাছাড়া দুটি সোলার প্যানেল স্থাপন করেছেন নিজের প্রযুক্তি পণ্যগুলো চার্জ দেওয়ার জন্য।
তবে শুধু একা একা এরকম আনন্দময় জীবন তিনি উপভোগ করতে চান না। ব্রেটন এখন অন্যদেরকেও উৎসাহিত করছেন ৯টা-৫টার এই বোরিং চাকরি ছেড়ে তার পথ অনুসরণ করার। ইতোমধ্যে তার আহ্বানে অনেকে সাড়াও দিয়েছেন। তার মত বন মানুষ হবার ইচ্ছা জানাতে দেখা গেছে নেটিজেনদের। একজন লিখেছেন, একদিন আমিও এমন হব। অন্য মন্তব্যকারী লিখেছেন, খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ আপনার এই বসবাস। আশা করি, আমিও একদিন আপনার মতো হব।
তো বন্ধুরা আপনারা কারা কারা ব্রেটনের মত বন মানুষ হতে চান? কমেন্ট করতে ভুলবেন না।