
৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন হলিউডের বিখ্যাত গডফাদার মুভি খ্যাত অভিনেতা আল পাচিনো। অবিবাহিত এবং চিরকুমার আল পাচিনোর মোট তিনজন সন্তান আছে।
প্রথম প্রেমিকা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট এর সাথে প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। দ্বিতীয় প্রেমিকা বেভারলি ডি এ্যাঞ্জেলোর সাথে যমজ সন্তান জন্ম দিয়েছিলেন।
আল পাচিনোর ২৯ বছর বয়সী তৃতীয় বান্ধবী নুর আল ফাল্লাহ গর্ভাবস্থার অষ্টম মাসে রয়েছেন। আগামী মাসেই তাদের ঘর আলো করে নতুন শিশু আসছে চলছে।
নূর একজন চলচ্চিত্র প্রযোজক। লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে বড় হয়েছেন তিনি। তার বাবা কুয়েতি এবং মা আমেরিকার বাসিন্দা।
করোনার সময় গভীর প্রেম করার পর গত বছর আল পাচিনোর ৮২ তম জন্মদিনে প্রথমবার নূর এবং আল পাচিনো সবার সামনে আসেন। বয়েসে ৫৪ বছরের ছোট হওয়ায় কম কথা শুনতে হয়নি।
লোকের কথায় থোড়াই কেয়ার করে অবশ্য প্রেমে কোন ঘাটতি হয়নি।