নেত্রকোনা ৩ (আটপাড়া কেন্দুয়া) আসনে বি এন পি মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহা সচিব রোটারিয়ান এম নাজমুল হাসানের উপর হামলা করেছে দুর্বৃত্তরা । এসময় হামলায় তার গাড়ীর ব্যপক ক্ষয় ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শিরা জানান বুধবার ৩১ মে বিকেলে সদর উপজেলার চল্লিশা এলাকা দিয়ে নেত্রকোনা ময়মনসিংহ মহা সড়কে ওঠার সময় নাজমুল হাসানের গাড়ী লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এসময় দুর্বৃত্তরা তার গাড়ী আটকানোর চেষ্টা করলে গাড়ীটি দ্রুত স্থান ত্যাগ করে ।
হামলায় গাড়ীটির ব্যাপক ক্ষয় ক্ষতি হয় । এ ব্যপারে নাজমুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি জানান " আজকে রাজনৈতিক মামলায় হাজিরা দিতে নেত্রকোনার আদালতে নেতাকর্মীদের নিয়ে যাই, কালাইটির মোড়ে অবস্থান করার সময় জানতে পারি ছাত্রলীগের কতিপয় নেতা কর্মীরা আমার উপর হামলা করার প্রস্তুতি নিয়েছে ।
এসময় আমার নেতা কর্মীদের পরামর্শে লাইলাটি রোড দিয়ে চল্লিশা দিয়ে ময়মনসিংহে রওনা দেই । পথিমধ্যে ছাত্রলীগের কর্মীরা দশ বারোটি মটর সাইকেল নিয়ে আমার গাড়ী লক্ষ্য হামলা চালায় । এসময় আমার গাড়ীর ব্যাপক ক্ষতি সাধন হয় । এ বিষয়ে সদর থানার ওসিকে তৎক্ষণাৎ
ফোন করে অভিযোগ জানাই"।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd