গত ১ জুন বৃহস্পতিবার জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় কার্য্যালয়ে দুস্থ ও অসহায় পরিবারকে সহযোগিতায় জিয়া মঞ্চের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী ও বিশেষ অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর সরাফত আলী সফু।
জিয়া মঞ্চের সভাপতি মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালামের সভাপতিত্বে এই অনুস্ঠানে আরো উপস্হিত ছিলেন জিয়া মঞ্চের সাধারন সম্পাদক জনাব ফয়েজ উল্লাহ ইকবাল, বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব আবু তালেব, জিয়া মঞ্চের সহ-সভাপতি রোটারিয়ান এম. নাজমুল হাসান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ পরিবারবর্গের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।