আবারও নতুন করে সামনে আসলো ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের প্রসঙ্গ। তবে দাদা ভক্তদের মন খারাপের কারন হতে পারে সাম্প্রতিক পাওয়া বায়োপিক নিয়ে নতুন আপডেটগুলো। সূত্র মোতাবেক জানা গিয়েছে যে সর্বপ্রথম বায়োপিকটি পরিচালনার কথা ছিল পরিচালক লাভ রঞ্জনের। কিন্তু পরবর্তিতে জানা যায় তিনি আর বায়োপিকটি করছেন না। তার পাশা-পাশি আরও জানা যায় বায়োপিকের মুখ্য ভূমিকায় থাকতে পারেন ঋষি পুত্র রণবীর কাপুর তবে রণবীর জানিয়েছেন তার আগ্রহ ক্রিকেট থেকে ফুটবলের প্রতি একটু বেশি।
পরর্বতী সূত্রের মাধ্যমে জানা যায় বায়োপিকটি পরিচালনা করতে পারেন ঐশ্বর্যা। তিনি হলেন দক্ষিন সুপারস্টার রজনীকান্তের কন্যা। তার দুই সন্তানকে নিয়ে কলকাতায় আইপিএলের প্লে অফ দেখতে আসায় তার বায়োপিক পরিচালনার তত্ত্বটি আরও জোরাল হয়ে ওঠে। কিন্তু কিছু সময় পর জানা যায় তিনি শুধু মাত্র সৌজন্য সাক্ষাতের জন্যই কলকাতায় এসেছিলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বায়োপিকটার পরিচালক কে??
আবারও জানা যায় প্রযোজকরা এমন পরিচালকের সন্ধান করছেন যে আসলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে জরিত সকল বাঙালির আবেগকে বুঝতে পারবে। এরই জন্য এখন শুনা যাচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নাম। কিন্তু সৃজিত জানিয়েছেন তার কছে প্রযোজক হতে এখনো কোনো বার্তা পৌছাইনি। আর মুখ্য ভুমিকায় রাণবীরের নাম খারিজ করার পর বায়োপিকে অভিনয়ের জন্য আরও কিছু নাম উঠে এসেছে। শুনা যাচ্ছে হৃতিক রোশন এর নামও আবার সৌরভ নিজেও বায়োপিকে তার চরিত্রটি অভিনয় করতে পারেন আর এই পর্যন্ত পাওয়া খবর থেকে যানা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় বায়োপিকের নাম হতে পারে 'দাদা'।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd