এই প্রথম বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট অঞ্চলের হজযাত্রীদের জন্য সিলেট থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট চালু করেছে। গতকাল শনিবার বেলা ১১টা ৫৪ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই প্রথম হজ ফ্লাইট ৩৪৬ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে যাত্রা করেছে। ফ্লাইটটি মদিনায় পৌঁছা্য স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে।
তাহরো খন্দকার ( বিমান বাংলাদেশে এয়ারলাইনসের মহাব্যবস্থাপক – জনসংযোগ) জানান, সিলেট-জেদ্দা রুটে পাঁচটি এবং সিলেট-মদিনা রুটে একটি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
২০২৩ সালে ১ লাখ ২২ হাজার ২২১ জন বাংলাদেশি হাজীদের মাঝে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে। হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত হজযাত্রীদের পাশাপাশি বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), হাব ও আটাবের প্রতনিধিগণ।