ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাকশালের আদলে দেশ চালাচ্ছে ‘আওয়ামী লীগ প্লাস’

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • ১৬৮৬ বার পড়া হয়েছে

জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বাকশালের আদলে দেশ চালাচ্ছে ‘আওয়ামী লীগ প্লাস’। আওয়ামী লীগ, প্রশাসন, পুলিশ সবাই এরমধ্যে রয়েছেন।

রোববার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, কয়েক দিন আগে আওয়ামী লীগের এক নেতা যেভাবে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন, তাতে মনে হচ্ছে বিচার বিভাগও আওয়ামী লীগ প্লাসে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, মনে হচ্ছে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনও আওয়ামী লীগ প্লাসের সদস্য হয়েছে। এতে দেশের মানুষের জন্য স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা কারো নেই।

জাপা চেয়ারম্যান বলেন, এমন বাস্তবতায় মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, মেধার ভিত্তিতে চাকরি পাওয়া কিংবা মানবাধিকার রক্ষায় কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। বাইরে বের হতে না পারলে দেশে সঠিক রাজনীতি সম্ভব হবে না।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার কথা যিনি বলেছেন তিনি উচ্চ শিক্ষিত এবং ঠান্ডা মাথায় বলেছেন। এখন সবাই নিয়ন্ত্রণের মধ্যে আছেন। এর বাইরে যাওয়ার ক্ষমতা কারো নেই। এই ধরনের শাসন ব্যবস্থা কখনও কল্যাণকর হতে পারে না। এমন বাস্তবতায় গণতন্ত্র আশা করা অসম্ভব।

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি-না জানতে চাইলে জি এম কাদের বলেন, যখন সবকিছু আওয়ামী লীগ প্লাস বা সেই দলের নেতাদের নিয়ন্ত্রণে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাদের ইচ্ছার বিরুদ্ধে নির্বাচনে ফলাফল অসম্ভব এবং তারা কখনও পরাজিত হতে চাইবে না।

তিনি আরও বলেন, আমেরিকার ভিসানীতি সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে। যারা এই নীতি ঘোষণা করেছেন, তারা এ নীতি কতটা কার্যকর করেন তার ওপর সবকিছু নির্ভর করবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকশালের আদলে দেশ চালাচ্ছে ‘আওয়ামী লীগ প্লাস’

আপডেট সময় : ০৯:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বাকশালের আদলে দেশ চালাচ্ছে ‘আওয়ামী লীগ প্লাস’। আওয়ামী লীগ, প্রশাসন, পুলিশ সবাই এরমধ্যে রয়েছেন।

রোববার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, কয়েক দিন আগে আওয়ামী লীগের এক নেতা যেভাবে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন, তাতে মনে হচ্ছে বিচার বিভাগও আওয়ামী লীগ প্লাসে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, মনে হচ্ছে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনও আওয়ামী লীগ প্লাসের সদস্য হয়েছে। এতে দেশের মানুষের জন্য স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা কারো নেই।

জাপা চেয়ারম্যান বলেন, এমন বাস্তবতায় মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, মেধার ভিত্তিতে চাকরি পাওয়া কিংবা মানবাধিকার রক্ষায় কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। বাইরে বের হতে না পারলে দেশে সঠিক রাজনীতি সম্ভব হবে না।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার কথা যিনি বলেছেন তিনি উচ্চ শিক্ষিত এবং ঠান্ডা মাথায় বলেছেন। এখন সবাই নিয়ন্ত্রণের মধ্যে আছেন। এর বাইরে যাওয়ার ক্ষমতা কারো নেই। এই ধরনের শাসন ব্যবস্থা কখনও কল্যাণকর হতে পারে না। এমন বাস্তবতায় গণতন্ত্র আশা করা অসম্ভব।

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি-না জানতে চাইলে জি এম কাদের বলেন, যখন সবকিছু আওয়ামী লীগ প্লাস বা সেই দলের নেতাদের নিয়ন্ত্রণে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাদের ইচ্ছার বিরুদ্ধে নির্বাচনে ফলাফল অসম্ভব এবং তারা কখনও পরাজিত হতে চাইবে না।

তিনি আরও বলেন, আমেরিকার ভিসানীতি সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে। যারা এই নীতি ঘোষণা করেছেন, তারা এ নীতি কতটা কার্যকর করেন তার ওপর সবকিছু নির্ভর করবে।