
আগামী মাসে ৬ই জুলাই বাংলাদেশের সঙ্গীতানুরাগীদের মাতাতে আসছেন অনুপম রায় বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির (আইসিসিবি) চার নম্বর হলে। আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশন অনুভ জৈনের “লেটস ভাইব উইথ অনুভ জৈন” কনসার্টের পর এবার আরেক হার্টথ্রব অনুপম রায়কে ঢাকায় আনার কথা জানিয়েছেন ।
অনুপম ছাড়াও এক ভারতীয় ব্যান্ড, তালপাতার সেপাই, কোক স্টুডিও বাংলার সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব এবং বাংলাদেশি ব্যান্ড মেঘদল পারফর্ম করবে। টিকিটের দাম শিগগিরই ঘোষণা করা হবে।”
গত বৃহস্পতিবার রাতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘লেটস ভাইব উইথ অনুব জৈন’ এ অনুভ প্রায় ৪০ মিনিটের মতো মঞ্চে ছিলেন। তার আগে তাহসান, প্রীতম ও জেফার গান গেয়েছেন।
তবে কনসার্টের আয়োজনে অব্যবস্থাপনার অভিযোগ তুলে অনেকে ফেসবুক লিখছেন, মিলনায়তনে ধারণক্ষমতার তুলনায় অধিক দর্শক ছিল, গাদাগাদি ভিড়ের মধ্যে দুইবার এসি বন্ধ ছিল। ফলে গরমে কষ্টদায়ক অবস্থা হয়েছিল।
নাম না প্রকাশের শর্তে ট্রিপল টাইম কমিউনিকেশনসের এক কর্মকর্তা জানান শেষ মুহূর্তে বেশ কিছু উত্তেজিত দর্শক মিলনায়তনে প্রবেশ করেছেন তাঁদের নিবৃত্ত করা যায়নি তবে পরবর্তী কনসার্ট আয়োজনে এসব বিষয়ে আরও সতর্ক ব্যবস্থা নেয়া হবে।