গতকাল শনিবার বিকেল ৫টায় রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার বধ্যভূমির (বুদ্ধিজীবী) কবরস্থান লেক থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার আলম।
এসআই শাহরিয়ার বলেন, ‘দুই শিশু পানিতে নেমে উঠতে পারেনি। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসেন। পরে আমরা গিয়ে দুই ছেলেশিশুকে মৃত অবস্থায় পাই। সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
গতকাল শনিবার বিকেল ৫টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। দুজনেরই আনুমানিক বয়স ৭-৮ বছর কিন্তু নাম-পরিচয় জানা যায়নি। শিশু দুটির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে । ধারণা করা হয় তারা গোসল করতে লেকে নেমেছিল। শিশুর দুটোর লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।