
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেনের বয়স এখন ৮০ বছর। বৃহস্পতিবার (১ জুন) কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতকদের সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকে প্রেসিডেন্ট ৯২১ জন গ্র্যাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সঙ্গে করমর্দন করেছেন।
করমর্দন শেষে হেঁটে তাঁর আসনের দিকে ফিরে আসার সময় একটি বালির ব্যাগে হোঁচট খেয়ে পড়ে গেলেও একাই উঠে হেঁটে যান ও বালির ব্যাগটি আঙুল দিয়ে দেখিয়ে দেন। প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেনের এর আগেও সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন এবং আরেকবার এয়ার ফোর্স ওয়ানের সিঁড়ি বেয়ে ওঠার সময়ও একবার হোঁচট খেয়েছিলেন।
বেন লাবোল্ট (হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক) টুইট করেছেন প্রেসিডেন্ট ভালো আছেন। সমালোচকরা ও মার্কিন ভোটারদের অধিকাংশই বাইডেনের বার্ধক্য প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে লড়াই করার বিষয়ে চিন্তিত৷ ২০২৪ এর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে দ্বিতীয় মেয়াদে তাঁর বয়স হবে ৮২ বছর।