আসন্ন বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে ক্রিকেটারদের মানসিক অবস্থা উন্নত করতে দুইজন মনোবিদ নিয়োগ দিয়েছে বিসিবি।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মাইন্ড ট্রেইনার থাকবেন কিছুদিনের জন্য। এই দুই সপ্তাহ অর্থ্যাৎ রোববার (৪ জুন) থেকেই হাথুরুর সঙ্গে আসা একজন দক্ষ মাইন্ডট্রেইনার অ্যালান ব্রাউন আগামী দুই সপ্তাহ ক্রিকেটার ও কোচিং স্টাফদের মানসিক শক্তি , মেন্টাল স্ট্রেন্থ ও লিডারশিপ নিয়ে কাজ করবেন।
আগামী ১৪ জুন থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষ হওয়া অবধি থাকবেন অ্যালেন। অবকাশ যাপনের পর গত শনিবার (৩ জুন) রাতে ঢাকায় ফিরেই দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব পালন করতে আসা শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ৪ই জুন দুপুরে অনুশীলন শুরু হওয়ার আগেই অ্যালেনকে নিয়ে মাঠে ঘন্টাব্যাপী মেন্টাল স্ট্রেংথের একটি সেশন করেছেন।
গতকাল তীব্র গরমের মধ্যেই যেখানে অনুশীলন শুরু দুপুর ২টায় সেখানে হঠাৎ সকাল ১১টায় হাজির হয়ে যান মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হাথুরুসিংহে। জালাল ইউনুস আরও বলেন এশিয়া কাপের আগে ১১ আগস্ট থেকে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন সাইকোলজিস্ট ডক্টর ফিল। মূলত আসন্ন বিশ্বকাপ এবং এশিয়া কাপ এর সাফল্য আনতে ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়ানোর জন্য তাকে আনা হচ্ছে। এই দুইজনই সাময়িকভাবে জাতীয় দলের সঙ্গে কাজ করবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd