মিডিয়া জগতের কর্মী হিসেবে নায়ক ফারুকের ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার দুপুর তিনটার দিকে প্রধান নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
বেলা ১২ দিকে এ কথা জানান হিরো আলম। নায়ক ফারুকের মৃত্যুর পর ঢাকা ১৭ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
হিরো আলম বলেন, আমি মিডিয়া কর্মী। নায়ক ফারুকের প্রতি আমার শ্রদ্ধা ও সমবেদনা আছে। আমি তার এলাকায় ঘুরে দেখেছি, এখনও অনেক কাজ বাকি।আসনের মেয়াদ আছে পাঁচ মাস। এই সময়ের মধ্যে নায়ক ফারুকের হয়ে কিছু কাজ করতে পারলে নিজেরো ভালো লাগবে।
এর আগে বগুড়ার ৪ ও বগুড়া ৬ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম।