ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় বিএনপির সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • ১৬৫৭ বার পড়া হয়েছে

লোডশেডিংয়ের প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ।

লোডশেডিং বন্ধের প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে স্মারক লিপি দিয়েছে বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের  (নেসকো) বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুল মোন্নাফের হাতে স্মারকলিপি তুলে দেন।

এর আগে ১১ টার দিকে দিকে জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের করেন নেতা-কর্মীরা।  মিছিলটি শহীদ খোকন পৌর শিশু উদ্যানের পাশের রাস্তা দিয়ে নেসকোর কার্যালয়ে আসতে ধরলে পুলিশ সেখানে তাদের থামিয়ে দেয়। পরে সেখানেই সড়ক অবরোধ করেন নেতা-কর্মীরা। এ সময় পরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা নেসকোর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা সাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মানুষ এক ভয়াবহ দুর্বিষহ অবস্থার মধ্যে দিনাতিপাত করছে। গ্রামে চাহিদার তুলনায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ কম পাচ্ছে।
গ্রাম-গঞ্জের মানুষ ২৪ ঘণ্টায় মাত্র ২/১ ঘন্টা বিদ্যুৎ পায়। মফস্বল শহরগুলোতে রাতে ২ ঘন্টার বেশী বিদ্যুৎ থাকে না। দিনের বেলাও অধিকাংশ সময় লোডশেডিং থাকে। এখানেও দিনে-রাতে ৬/৭ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। মানুষের বসতবাড়িতে সীমাহীন দুর্ভোগের পাশাপাশি বিদ্যুতের অভাবে ক্ষুদ্র, মাঝারী ও বৃহৎ শিল্প-কলকারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে ও পর্যায়ক্রমে সেগুলি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর চেইন রিএ্যাকশনে ক্রমাগতভাবে কর্মহীন হবে লক্ষ লক্ষ মানুষ ।

মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র এবং নির্বাচনকে বরবাদ করে আমজনতার মৌলিক নাগরিক চাহিদার সমাধানের পথে না গিয়ে মেগা প্রজেক্টের প্রতি অতি আগ্রহের প্রতিফলনই হলো বর্তমান দুর্বিষহ লোডশেডিং। মেগা প্রজেক্টের নামে মেগা চুরি ও কুইক রেন্টালের নামে কুইক চুরি বর্তমান সরকারের ঘোষিত কর্মসূচি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অবিলম্বে অবর্ণনীয় লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে জোরালো আহবান জানাচ্ছে।

পরে রাস্তার সামনে সমাবেশের আয়োজন করেন তারা। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।

তিনি বলেন, বাংলাদেশের প্রাণের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে দেশ বাঁচাও, জাতি বাঁচাও আন্দোলনের অংশ হিসেবে সারা বাংলাদেশের মানুষকে বিদ্যুৎ ও লোডশেডিং থেকে মুক্তি দেওয়ার জন্য আজকের এই বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচী। আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছর ধরে বিএনপিকে কটাক্ষ করে কথা বলেছে। তারা কখনও কখনও বলে বিএনপিকে নাকি বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না, বিএনপি কিসের আন্দোলন করবে, কোন ঈদের ওপর ভর করবেএভাবে আমাদের অসানসূচক কথা বলেছে।

আওয়ামী লীগ দল বিলীন হয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, তোমরা (আওয়ামী লীগ) আজ বিলীন হয়ে গেছো, বিএনপি তোমাদের সাথে কোনো আলোচনায় বসতে চায় না। তোমাদেরকে পদত্যাগ করিয়ে এই বাংলার মাটিতে বিচার করা হবে। এই সরকার একর পর এক মানুষ হত্যা করেছে এই সরকারে হাতে আর কাউকে হত্যাকাণ্ডে শিকার হতে দিতে চাই না।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় বিএনপির সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৫৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

লোডশেডিং বন্ধের প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে স্মারক লিপি দিয়েছে বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের  (নেসকো) বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুল মোন্নাফের হাতে স্মারকলিপি তুলে দেন।

এর আগে ১১ টার দিকে দিকে জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের করেন নেতা-কর্মীরা।  মিছিলটি শহীদ খোকন পৌর শিশু উদ্যানের পাশের রাস্তা দিয়ে নেসকোর কার্যালয়ে আসতে ধরলে পুলিশ সেখানে তাদের থামিয়ে দেয়। পরে সেখানেই সড়ক অবরোধ করেন নেতা-কর্মীরা। এ সময় পরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা নেসকোর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা সাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মানুষ এক ভয়াবহ দুর্বিষহ অবস্থার মধ্যে দিনাতিপাত করছে। গ্রামে চাহিদার তুলনায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ কম পাচ্ছে।
গ্রাম-গঞ্জের মানুষ ২৪ ঘণ্টায় মাত্র ২/১ ঘন্টা বিদ্যুৎ পায়। মফস্বল শহরগুলোতে রাতে ২ ঘন্টার বেশী বিদ্যুৎ থাকে না। দিনের বেলাও অধিকাংশ সময় লোডশেডিং থাকে। এখানেও দিনে-রাতে ৬/৭ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। মানুষের বসতবাড়িতে সীমাহীন দুর্ভোগের পাশাপাশি বিদ্যুতের অভাবে ক্ষুদ্র, মাঝারী ও বৃহৎ শিল্প-কলকারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে ও পর্যায়ক্রমে সেগুলি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর চেইন রিএ্যাকশনে ক্রমাগতভাবে কর্মহীন হবে লক্ষ লক্ষ মানুষ ।

মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র এবং নির্বাচনকে বরবাদ করে আমজনতার মৌলিক নাগরিক চাহিদার সমাধানের পথে না গিয়ে মেগা প্রজেক্টের প্রতি অতি আগ্রহের প্রতিফলনই হলো বর্তমান দুর্বিষহ লোডশেডিং। মেগা প্রজেক্টের নামে মেগা চুরি ও কুইক রেন্টালের নামে কুইক চুরি বর্তমান সরকারের ঘোষিত কর্মসূচি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অবিলম্বে অবর্ণনীয় লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে জোরালো আহবান জানাচ্ছে।

পরে রাস্তার সামনে সমাবেশের আয়োজন করেন তারা। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।

তিনি বলেন, বাংলাদেশের প্রাণের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে দেশ বাঁচাও, জাতি বাঁচাও আন্দোলনের অংশ হিসেবে সারা বাংলাদেশের মানুষকে বিদ্যুৎ ও লোডশেডিং থেকে মুক্তি দেওয়ার জন্য আজকের এই বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচী। আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছর ধরে বিএনপিকে কটাক্ষ করে কথা বলেছে। তারা কখনও কখনও বলে বিএনপিকে নাকি বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না, বিএনপি কিসের আন্দোলন করবে, কোন ঈদের ওপর ভর করবেএভাবে আমাদের অসানসূচক কথা বলেছে।

আওয়ামী লীগ দল বিলীন হয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, তোমরা (আওয়ামী লীগ) আজ বিলীন হয়ে গেছো, বিএনপি তোমাদের সাথে কোনো আলোচনায় বসতে চায় না। তোমাদেরকে পদত্যাগ করিয়ে এই বাংলার মাটিতে বিচার করা হবে। এই সরকার একর পর এক মানুষ হত্যা করেছে এই সরকারে হাতে আর কাউকে হত্যাকাণ্ডে শিকার হতে দিতে চাই না।