গতকাল বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়ি এসএসএফের স্টাফ কোয়ার্টারের ভেতরে প্রাইভেটকার থেকে বিবস্ত্র অবস্থায় দুজন নারী পুরুষের মরদেহ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। তাদের পরিচয় মিলেছে।
মৃত পুরুষের নাম দেলোয়ার হোসেন (৫৩) গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায়। তিনি এসএসএফ-এ অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। মৃত নারীর নাম মৌসুমী আক্তার রানি (৪২) মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা।
প্রাইভেটকারটির মালিক মৃত দেলোয়ার। এসএসএফ কোয়ার্টারে থাকতেন তিনি। তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, "স্থানীয়দের দেওয়া খবরে আমরা তেজগাঁওয়ের এলেনবাড়ি এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছি। দুজনের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়"।
তাদের বিবস্ত্র অবস্থায় পাওয়া গেলেও শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নারীর ব্যাগে কনডম পাওয়া গেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারে তারা হয় অক্সিজেনের অভাবে মারা গেছেন অথবা উত্তেজক কিছু সেবন করেছিলেন।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন "একই জায়গায় কাছাকাছি সময় দুজনের মৃত্যু রহস্য কি হতে পারে সেটা ময়নাতদন্তে স্পষ্ট হবে"। পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে দুজনই উত্তেজক কিছু সেবন করে থাকতে পারেন যেহেতু বিবস্ত্র অবস্থায় ছিলেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd