দক্ষিণ এর হার্টথ্রব নায়ক ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস আদিপুরুষ সিনেমার ট্রেলার প্রকাশ পাওয়ার পরে ভক্ত-অনুরাগীদের সামনে হাজির হয়ে কৃতি স্যাননকে পাশে নিয়েই বিয়ের ঘোষণা দিলেন। তিনি জানান ভারতের তিরুপতিতেই তিনি বিয়ে করবেন।
প্রভাস যখন এই কথা বলছিলেন, তখন পাশেই দাঁড়িয়ে কৃতি মিষ্টি মিষ্টি হাসছিলেন। ভক্তরা এসময় এই দুই তারকার নাম বলেই চিৎকার করছিল। প্রভাস ও কৃতির প্রেমের গুঞ্জন শুরু ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং সেটে।
কাজের ফাঁকে নিয়মিত দু’জনেই নাকি ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে মেকআপ ভ্যানে আড্ডা মারতেন, সময় কাটাতেন। সেখান থেকেই প্রেমের সূচনা কিনা জানতে চাইলে দুজনেই এ প্রসঙ্গ এড়িয়ে যান।
উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই এ দুই অভিনেতার প্রেমের গুঞ্জন বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল ।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd