২০১০ সালে রক ইন রিও উৎসবে বিশ্বকাপ ফুটবলের ‘থিম সং’ ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন শাকিরা।
গানের ভিডিও শুটিংয়ের সময় স্পেনের রক্ষণভাগের খেলোয়াড় পিকের সঙ্গে পরিচয় ও প্রেম হয় শাকিরার। ২০১১ থেকে তার লিভ টুগেদার করেন।
কলম্বিয়ান গায়িকা ‘পপ সম্রাজ্ঞী’ শাকিরার জীবনে স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে এখন শুধুই এক মলিন অতীত।
গত রবিবার মায়ামিতে বিশ্বখ্যাত ফর্মুলা ওয়ান ব্যক্তিত্ব লুইস হ্যামিল্টনকে ফর্মুলা ওয়ান রেসের শেষে শাকিরার সঙ্গে খুব ই হাসিখুশী ডিনার করতে দেখা যায়।
এর আগেও লুইসের সঙ্গে শাকিরাকে খুব ই ঝললে হাস্যোজ্জ্বল মুখে দেখা গিয়েছে।
স্প্যনিশ গ্রাঁপ্রি-তে দ্বিতীয় স্থানে রেস শেষের সাফল্য উদযাপনে বন্ধুদের তরফে বিশেষ পার্টির আয়োজনেও লুইসের পাশে ছিলেন শাকিরা।
গত মাসে মায়ামিতে লুইসের সঙ্গে প্রমোদতরীতে রোমান্টিক সময় কাটাতে দেখা গিয়েছে শাকিরাকে।
পিকের সঙ্গে ২০১১ সালে সম্পর্কে জড়ানোর পর ক্লারা চিয়া মার্তির সঙ্গে পরকীয়ার জেরে ভেঙেছিল শাকিরা-পিকের সম্পর্ক।
২০২২ এর জুন মাসে বারংবার প্রতারণার পর বাধ্য হয়ে ৪৫ বছর বয়সী গায়িকা শাকিরা ৩৫ বছর বয়সী পিকের সাথে সম্পর্কে বিচ্ছেদ আনেন।
তাঁদের দুটি সন্তান রয়েছে। সন্তানদের অভিভাবকত্ব পেয়েছেন শাকিরা। পিকে ও শাকিরার ১২ বছরের সম্পর্ককে বিয়েতে রূপ দেননি পিকের বাবা ও মা। বরং বরাবরই বিরূপ ছিলেন শাকিরার প্রতি।
২০২২ এ মায়ামি গ্রাঁ প্রিতে ফর্মুলা ওয়ানের প্রাইভেট স্যুটে একসঙ্গে দেখা যাওয়ায় গুঞ্জন ছড়িয়েছিল ডেট করছেন টম ক্রজ ও শাকিরা। কিন্তু শাকিরা স্পষ্ট জানিয়েছিলেন ‘এটি হাস্যকর। কারণ বিষয়টি সত্য নয়।’