
মেসিকে দলে ভিড়াচ্ছে আলোচনার বাইরে থাকা যুক্তরাষ্ট্রের এমএলএস লিগের ক্লাব ইন্টার মিয়ামি। মেসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ডেভিড বেকহ্যামের ক্লাবটি। মেসির সঙ্গে জুটিতে তার জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়াকেও এক সাথে কিনে নিতে চাচ্ছে মিয়ামি।
মেসি বলেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে, ইন্টার মিয়ামিতেই যোগ দেবো। ইউরোপ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেছি। বিশ্বকাপ জয়ের পর আমার কাছে ইউরোপের অন্য ক্লাব থেকেও প্রস্তাব এসেছিল ; কিন্তু আমি যে ইউরোপীয় দলটিতে যেতে চেয়েছিলাম, তা হল এফসি বার্সেলোনা। কিন্তু বার্সায় ফিরতে না পারার কারণে আমার এখন এমএলএস লিগেই যাওয়াটা উচিত বলে মনে করি। কারণ, ফুটবলকে ভিন্ন পথে, ভিন্নভাবে বাঁচিয়ে রাখতে হবে এবং নিজের প্রতিদিনের জীবনকে উপভোগ করতে হবে। ‘
পিএসজি ছাড়ার খবর নিশ্চিতের পর মেসিকে পেতে চেয়েছে ইউরোপের অনেক ক্লাব, সৌদির ক্লাব আল হিলাল কিংবা বার্সেলোনা। কিন্তু তিনি যেতে চেয়েছিলেন শুধু বার্সাতেই। মেসিকে আনতে বার্সা তাদের কিছু খেলোয়াড়কে বিক্রি করতো বা বেতন কমাতো কিন্তু তেমনটা হোক চান নি মেসি। বার্সার বিবৃতিতে প্রেসিডেন্ট লাপোর্তা বুঝতে পেরেছেন এবং মেসির সিদ্ধান্তকেই সম্মান জানাচ্ছেন। তার বক্তব্যে তিনি বলেন ‘তিনি (মেসি) এমন একটি লিগে প্রতিযোগিতা করতে যাচ্ছেন, যেটার চাহিদা কম। একই সঙ্গে মেসি চান স্পটলাইট থেকে দুরে থাকতে এবং গত কয়েক বছর যে চাপ নিচ্ছেন, তা থেকে একটু মুক্তি পেতে।’