গতকাল বৃহস্পতিবার (৮ জুন) গাজীপুর থেকে পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় বাবা ও মায়ের সাথে বেড়াতে আসে দুই বছর বয়েসী সায়ীদ নামে এক শিশু।
চিড়িয়াখানা পরিদর্শনের সময় নিরাপত্তা বেষ্টনী পার হয়ে শিশুটি হায়েনার খাঁচার কাছে চলে আসে।
শিশু সায়ীদ নেটের ছিদ্রের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। তখনই হাতে কামড় বসায় হায়েনা ।
পরিবারের লোকজন ও সাহায্যকারীরা শিশুটির হাত ধরে টেনে আনার চেষ্টা করলে কনুই থেকে হাত আলাদা হয়ে যায়।
রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে সায়ীদ। তার বাড়ি নওগাঁয়।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
তদন্ত কমিটির সিদ্ধান্তে হায়েনার নিরাপত্তা বেষ্টনি উঁচু করার কথা বলা হয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd