রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গতকাল বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে আওয়ামী লীগের সমাবেশে এক চরম বিশৃঙ্খলার অবতারণা হয়।
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে এক বিশাল সমাবেশের পরিকল্পনা নেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যুক্ত হতে আসেন। মূল সমাবেশ শুরুর আগেই মতের অমিল, তর্কাতর্কি ও বিশৃঙ্খলা দেখা দেয়।
বিকেল পৌনে ৪টায় প্রথম দফা এবং সোয়া ৪টায় দ্বিতীয় দফায় নেতাকর্মীরা নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর করতে থাকেন। এতে সমাবেশে আতঙ্ক ছড়িয়ে গেলে যে যার মতো এদিক সেদিক ছোটাছুটি শুরু করেন। সমাবেশে আমন্ত্রিত নেতাকর্মীরা সাংবাদিকদের বসার চেয়ার পা দিয়ে মাড়িয়ে ব্যবহার অনুপযোগী করে দেন। ব্যানার নিয়ে মঞ্চের একেবারে সামনে এসে দাঁড়িয়ে এলোমেলোভাবে একসাথে স্লোগান দিতে দেখা যায় শত শত নেতাকর্মীকে।
মাইকে বারংবার ব্যানার নামাতে বলা হলেও কেউ কোন কথা শোনেনি। পরবর্তীতে পুনরায় মঞ্চের সামনে ত্রিপল বিছিয়ে কর্মীদের বসার জায়গা দিলেও সেখানে কেউ বসতে আসেনি বরং বিছানো তেরপলে পায়ে মাড়িয়ে কয়েক মিনিটের মধ্যেই তা ব্যবহার অনুপযোগী করে তোলেন সকলে । এই হুটোপুটিতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সমাবেশ আয়োজনে ব্যস্ত থাকায় এ বিষয়ে কোনো নেতার মতামত জানা যায়নি।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd