
সারাদেশে বিদ্যুৎ এর লোডশেডিং বন্ধ ও লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান ও ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও সাবেক স্বরাস্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ফরমায়েসী সাজা বাতিলের দাবীতে বাংলাদেশ ইয়ূথ ফোরাম ও বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের যৌথ আয়োজনে আজ শনিবার (১০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক মন্ত্রী, বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
প্রধান আলোচক ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আজম খান।ইয়ূথ ফোরামের সভাপতি জনাব মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু এবং বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেস্টা রোটারিয়ান এম. নাজমুল হাসান সহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের সিনিয়র নেতৃবৃন্দ।