আজ শনিবার (১০ জুন) দুপুর পৌনে ১২টায় পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের আওতাধীন উপজেলা ভাঙ্গার বগাইলে ভাঙ্গা-যশোর সেকশনে এক নতুন রেলপথ স্থাপনার উদ্বোধনীতে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ২০২৩ এর সেপ্টেম্বর মাসে ভাঙ্গাবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর বুকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত নতুন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
আগস্ট মাসের প্রথম সপ্তাহে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত ট্রেনলাইনটির পরীক্ষামূলক ট্রায়াল রান হবে। ২০২৪ সালের জুন মাস থেকে যাত্রীদের জন্য ট্রেনটি নিয়মিত ঢাকা থেকে যশোর যাওয়া আসায় চালু করা হবে। পরবর্তীতে ভাঙ্গা থেকে পায়রাবন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত এই রেললাইনের ব্যাপ্তি বাড়ানো হবে।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিমউদ্দিন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সী এবং প্রকল্পের কাজে নিয়োজিত সেনাবাহিনী ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd