
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি লাইটার জাহাজের তেলের ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরেক জনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) দিবাগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. রুবেল (৩৮) নামে ওই যুবক মারা যান। এ ঘটনায় এ নিয়ে তিন জনের মৃত্যু হলো। এই দুর্ঘটনায় বর্তমানে আরও দুই জন চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে শনিবার (১০ জুন) রাত ১০টায় বিস্ফোরণে দগ্ধ হুমায়ুন কবির (৫৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার আগে তাজুল ইসলাম লিয়ন নামে (২০) আরেকজন মারা গেছেন।
উল্লেখ্য শনিবার (৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।