উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়েছে ম্যানচেস্টার সিটি। শুধু কি তাই? এর মধ্য দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পর প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোনো ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কীর্তিও গড়েছে তারা। সবশেষ ১৯৯৯ সালে প্রিমিয়ার লিগের প্রথম কোনো ক্লাব হিসেবে ট্রেবল জিতেছিল ম্যানইউ। এবার তাদের রেকর্ড স্পর্শ করলো নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি।
পেপ গার্দিওলার শিষ্যরা এ বছর আগেই ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জিতেছিল। এরপর প্রথমবার জিতলো চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এর মধ্য দিয়ে ট্রেবল জয়ের কোটা পূর্ণ করলো তারা।
এর আগে ২০২১ সালে ম্যানসিটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসির কাছে ১-০ গোলে হেরেছিল। দ্বিতীয়বার ফাইনালে উঠে শিরোপা জিতে নিলো।
এদিন মাঠে বসে খেলা দেখেন ম্যানচেস্টার সিটির মালিক শেখ মানসুর। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি ম্যানসিটির কোনো খেলা মাঠে উপস্থিত হয়ে দেখলেন।
২০০৮ সালে মানসুরের প্রতিষ্ঠান আবুধাবি গ্রুপ কিনে নেয় ম্যানচেস্টার সিটিকে। এরপর থেকে ক্লাবটি ইংল্যান্ড তথা ইউরোপের অন্যতম সেরা দলে পরিণত হয়। মানসুর মালিকানা কিনে নেওয়ার পর গেল ১২ বছরে তারা ৭ বার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। তার মধ্যে সবশেষ ৬ আসরের মধ্যে ৫ বারই তারা লিগে চ্যাম্পিয়ন হয়েছে।