![](https://banglapressbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সোমবার (১২ জুন) বিকাল থেকে খুলনা জেলা শিল্প কলা একাডেমির হলরুমে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ফল ঘোষণা। নির্বাচনের ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন। এখন পর্যন্ত ২৩১ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ২১ হাজার ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে ৪৬ হাজার ৮৫১ ভোট পেয়েছেন।