আজ মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্লাটফর্মে একজন তরুন কোন একটি ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় তিনি অচেতন হয়ে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, প্লাটফর্মে হঠাৎ করে ওই তরুন অজ্ঞান হয়ে ঢলে পড়েন। যাত্রী ও পুলিশ সদস্যরা তাকে ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুয়াদ (১৭) পীলখানার মুন্সি আব্দুর রউফ স্কুল এন্ড কলেজর এইচএসসির শিক্ষার্থী এবং অসুস্থতাজনিত কারণে ঢামেকে চিকিৎসাধীন ছিলেন।
গ্রামের বাড়ি যেতে তিনি কমলাপুর ট্রেন স্টেশনে এসেছিলেন। ফুয়াদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট গ্রামের এটিএম আব্দুস সালাম বাবুলের পুত্র।
তিনি জিগাতলা এলাকায় একটি মেসে থেকে লেখাপড়া করতেন। নিহতের বড় ভাই তিয়াস জানান, ফুয়াদের হৃদযন্ত্রের সমস্যা ছিল।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd