গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকার জোড়পুকুর খেলার মাঠ থেকে অবৈধ সিমকার্ড বিক্রি চক্রের হোতা এসএম নয়নকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ এর একটি দল।
দীর্ঘদিন ধরে নয়ন অবৈধভাবে আগে থেকে অন্য কোনো ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা সিমকার্ড বিক্রি করে আসছে।
এসব মালিকহারা সিমকার্ড দেশের বিভিন্ন দুষ্কৃতিকারী চক্র কিনে নেয় যাতে বেনামে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করলেও আইন শৃঙ্খলা বাহিনীর আওতার বাইরে থাকে।
এ সময় তার কাছ থেকে বিপুল সংখ্যক রেজিস্ট্রার সিম জব্দ করা করেছে এবং এসব প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান সর্বদা অব্যাহত থাকবে। ম
ঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা প্রকাশ করেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd