বুধবার (১৪ জুন) আফতাবনগর-মেরুল প্রধান সড়কে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এস্কেলেটর সম্বলিত ফুটওভার ব্রিজ তৈরীর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, 'রামপুরা বাড্ডা ও বনশ্রীবাসীর যাতাযাত পথচারী পারাপারের নিরাপত্তার লক্ষ্যে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নৌকার আদলে একটি নতুন ফুটওভার ব্রিজ নির্মাণকাজ শুরু হচ্ছে।
এই ফুটওভার ব্রিজে দুটি চলন্ত সিঁড়ি বা এস্কেলেটর থাকবে। ফুটওভার ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হলে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র-ছাত্ররী সহ আফতাবনগর ও বনশ্রীবাসী নিরাপদে রাস্তা পারাপার হতে পারবে।
এছাড়াও রামপুরা,মেরুল বাড্ডা, হাতিরঝিল এলাকায় যাতায়াতকারী পথচারীরা নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ পাবেন।'
এসময় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মুখ্য উপদেষ্টা, বোর্ড অব ডিরেক্টরস প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ফুটওভার ব্রিজটির নাম ইস্টওয়েস্ট ফুটওভার ব্রিজ করার অনুরোধ জানালে মেয়র আতিকুল ইসলাম ফুটওভার ব্রিজের নামকরণ ইস্টওয়েস্ট করার ঘোষণা দেন।
সেইসঙ্গে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় যেন এটির রক্ষণাবেক্ষণ এবং সঠিকভাবে পরিচালনা করে তারও দায়ভার ও নির্দেশনা দেন মেয়র।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd