বুধবার (১৪ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সভায়
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম স্বয়ং এক সুখবর দিয়েছেন
যারা বাড়ির ছাদ খালি না রেখে সবুজকে ভালোবেসে ছাদবাগান করবে সঙ্গে
যথাযথভাবে পরিচর্যা করবে যাতে সেখানে মশা জন্ম না নেয়।
তাদের জন্য ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে।
এটি সব সিটি করপোরেশন এবং পৌরসভার জন্য প্রযোজ্য হবে।
শীঘ্রই এ সংক্রান্ত একটি সরকারি দাপ্তরিক নোটিশ জারি করা হবে ।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd