বুধবার (১৪ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সভায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম জানান যারা বাড়ির ছাদ খালি না রেখে ছাদবাগান করবে এবং পরিচর্যা করবে , তাদের জন্য ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। এটি সব সিটি করপোরেশন এবং পৌরসভার জন্য প্রযোজ্য হবে। এ সংক্রান্ত একটি সরকারি পরিপত্র জারি করা হবে আগামী সাত দিনে বলে জানান তিনি ।
তিনি আরও বলেন, ‘ঢাকা শহরে ছাদ কৃষির মাধ্যমে বিপ্লব ঘটাতে চাই। ঢাকায় বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা নেই। অতএব ছাদই কৃষির জন্য একটি বড় ক্ষেত্র হতে পারে।’
এর আগে ছাদ বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্সে ছাড় দেওয়া হবে বলে একাধিকবার আশ্বস্ত করেছিলেন এলজিআরডি মন্ত্রী। অবশেষে তা বাস্তবায়ন হতে যাচ্ছে।