ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজনৈতিক সহযোদ্ধার পাশে সহমর্মিতার হাত বাড়ালেন নেত্রকোনা আটপাড়া কেন্দুয়ার গণমানুষের সেবক হিসেবে পরিচিত, বি এন পি নেতা রোটারিয়ান এম নাজমুল হাসান। আটপাড়া উপজেলার স্বল্প শুনুই গ্রামে রাজনৈতিক সহযোদ্ধা ও উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক রফিক এঁর মায়ের জানাজায় অংশ নিতে হাজির হন তিনি। এ সময় তাঁর সাথে যোগ দেন স্থানীয় বি এন পি’র প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।
আটপাড়া ও কেন্দুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের কয়েকশত নেতৃবৃন্দসহ স্হানীয় সর্বস্তরের জনগন জানাজায় অংশগ্রহন করে এই জানাজায়।
এ সময় ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাঁর এমন ঝটিকা সফরে রাজনৈতিক নেতা কর্মী ছাড়াও সাধারন সমর্থকদের হতবাক হতে দেখা যায়। তিনি শুধু নামে জনদরদী নন কাজেও তার প্রমান দিয়েছেন বলে মন্তব্য করেন স্থানীয় দিনমজুর মকবুল হোসেন।
উল্লেখ্য যে কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী ও নেত্রকোনা জেলা বি এন পি’র সাবেক উপদেষ্টা আগামী জাতীয় নির্বচনে আটপাড়া-কেন্দুয়া ৩ আসনে বি এন পি’র মনোনয়ন প্রত্যাশী।