ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ১৬৫৭ বার পড়া হয়েছে

দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা।

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় চিকিৎসাধীন আছেন আরও চার জন।

উপজেলার মহিপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের মডেল মসজিদের সামনে বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার হামছায়াপুর এলাকার তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) ও চায়না আক্তার (৩০)। এদের মধ্যে গোলাম কবির বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আর আহতরা হলেন তানজিলা আক্তার (২৪), মোজাম্মেল হক (৫০), আসাদ (৪০) ও অটোরিকশা চালক রুবেল (৩০)।

ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এএসআই লালন হোসেন হতাহতদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শেরপুরে দুর্ঘটনায় পাঁচ জনকে আহত অবস্থায় নিয়ে আসে। সেখানে গোলাম কবির নামের একজনের মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে শেরপুর ফায়ার সার্ভিস সাব অফিসার সিদ্দিকুর রহমান জানান, শেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়ার দিকে যাচ্ছিল। মডেল মসজিদের সামনে পৌঁছালে পেছন একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ এক মহিলা মারা যান। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ৫ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনায় পতিত অটোরিকশাটি সম্ভবত ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিলো অথবা উঠাচ্ছিলো। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

আপডেট সময় : ০৮:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় চিকিৎসাধীন আছেন আরও চার জন।

উপজেলার মহিপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের মডেল মসজিদের সামনে বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার হামছায়াপুর এলাকার তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) ও চায়না আক্তার (৩০)। এদের মধ্যে গোলাম কবির বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আর আহতরা হলেন তানজিলা আক্তার (২৪), মোজাম্মেল হক (৫০), আসাদ (৪০) ও অটোরিকশা চালক রুবেল (৩০)।

ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এএসআই লালন হোসেন হতাহতদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শেরপুরে দুর্ঘটনায় পাঁচ জনকে আহত অবস্থায় নিয়ে আসে। সেখানে গোলাম কবির নামের একজনের মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে শেরপুর ফায়ার সার্ভিস সাব অফিসার সিদ্দিকুর রহমান জানান, শেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়ার দিকে যাচ্ছিল। মডেল মসজিদের সামনে পৌঁছালে পেছন একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ এক মহিলা মারা যান। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ৫ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনায় পতিত অটোরিকশাটি সম্ভবত ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিলো অথবা উঠাচ্ছিলো। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।