
বাংলাদেশের সকালটা শুরু হয়েছিল হতাশাময়। প্রথমদিন শান্ত-জয়ের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ৫ উইকেটে ৩৬২ রান তোলে বাংলাদেশ। তারাই দ্বিতীয়দিন মাত্র ২০ রান যোগ করে ৩৮২ রানে অলআউট হয়।
টাইগার ব্যাটারদের আক্ষেপ আড়াল করে দিয়েছেন শরীফুল-এবাদতরা। তাদের আগুনে বোলিংয়ে প্রথম ইনিংসে আফগানরা অলআউট হয়ে গেছে মাত্র ১৪৬ রানে ।
এরপর দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ফলে মিরপুর টেস্টের দ্বিতীয়দিন শেষে চালকের আসনে আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এখন ৩৭০ রানে এগিয়ে আছে, হাতে আছে ৯ উইকেট।
২৩৬ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরির দেখা পাওয়া জয় এবার লম্বা ইনিংস খেলতে পারেননি। দারুণ শুরুর পরও মাত্র ১৭ রান করে বিদায় নেন।
এরপর জাকির হাসানের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত। তাদের জুটিতে দ্রুতগতিতে রান আসে। হাফ সেঞ্চুরি তুলে নিয়েও দিনশেষে অপরাজিত আছেন জাকির ও শান্ত। ৬ চারে ৬৩ বলে ৫৪ রান জাকিরের, ৬৪ বলে ৫৪ রান করেছেন শান্ত।