
বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান !কবি গুরুর এই গানে কণ্ঠ না মিলিয়েছে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।বর্ষার আগমন জানান দেয় কদম গাছে ফুটে থাকা থোকায় থোকায় কদম ফুল। তীব্র গরমের মাঝে আনন্দ বার্তা নিয়ে এসেছে বর্ষা,আজ পহেলা আষাঢ়।
তপ্ত ধরণীর বুক ভেজাতে আর প্রকৃতিকে সবুজে ভরিয়ে তুলতে বর্ষার আগমন। বর্ষা যেমন আনন্দের তেমনই সেই বৃষ্টিই হয়ে দাঁড়ায় দুর্ভোগের কারণ।তবুও বর্ষা নতুনের জাগরন ঘটায় আনে জীবনের নতুন বারতা।
আষাঢ় মাসের প্রথম দিনে দেশের বেশ কিছু স্থানে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।