২০২৩ সালে সরকারি ব্যবস্থাপনায় নয় হাজার ৩৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৯৪৯ জনসহ মোট ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ।
এর মধ্যে মক্কায় ১৬ জন ও মদিনায় তিন জন হজ যাত্রী মৃত্যু বরন করেন । মৃত ১৯ জনের মধ্যে ১৬ জন পুরুষ ৩ জন নারী।
সৌদি আরবে চাঁদ দেখা গেলে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।
এবার হজ এজেন্সির সংখ্যা মোট ৬০৩টি।
হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে থেকে। শেষ হজ ফ্লাইট যাবে ২২ জুন।
বাংলাদেশের প্রথম ফিরতি হজ্জ্ব ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।