সংযুক্ত আরব আমিরাতে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে মধ্যাহ্ন কর্মবিরতি আইন। ১৫ জুন থেকে পরবর্তী তিন মাস এ আইন কার্যকর থাকবে।
দেশটির শ্রমনীতির অংশ হিসেবে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় এই আইনের ঘোষণা করেছে মানবসম্পদ মন্ত্রণালয়। গত ১৯ বছর ধরে এই আইন চালু রেখেছে আমিরাত সরকার।
মধ্যাহ্ন কর্মবিরতি আইন ভঙ্গ করলে গুনতে হবে বড় অংকের জরিমানা। প্রতিষ্ঠানের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫০ হাজার দিরহাম পর্যন্ত। আর শ্রমিকের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫ হাজার দিরহাম।
নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে এই সময়কে সতর্কতার সঙ্গে অতিবাহিত করতে বলা হয়েছে। বিশেষ করে শ্রমিকদের বিশ্রামে রাখার বিষয়ে বলা হয়েছে।
বর্তমানে আমিরাতের তাপমাত্রা ৪৪ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। দেশটিতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় রেখে এ তিন মাস প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।
বাইরে কাজে নিয়োজিত শ্রমিক ও এমন প্রতিষ্ঠানগুলোকে এই আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd