রয়টার্স এর সূত্রে জানা গেছে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস চীন ভ্রমণ রয়েছেন। বুধবার রাতে বিল গেটস তাঁর একটি টুইটে লিখেছেন- " ২০১৯ সালের পর বেইজিং এসেছি। গত ১৫ বছর ধরে যারা
তিনি শুক্রবার (১৬ জুন) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করবেন। ২০২৩ এ কোনো বিদেশি বেসরকারি উদ্যোক্তার সঙ্গে এটি শি জিনপিংয়ের প্রথম বৈঠক। কিন্তু আলোচনার বিষয়বস্তু কি হবে সে ব্যাপারে জানা যায়নি।
বিশ্বের স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো শুভ কাজে নিজেকে আরও বেশি যুক্ত রাখার জন্য বিল গেটস ২০২০ সালে মাইক্রোসফটের বোর্ড থেকে পদত্যাগ করেন। ২০০৮ সালে মাইক্রোসফটে নির্বাহী পদ থেকেও সরে দাঁড়ান তিনি।
শি জিনপিং ও বিল গেটসের মধ্যে সর্বশেষ সম্মুখ আলোচনা হয়েছিল ২০১৫ সালে। ২০২০ সালের শুরুতে শি জিনপিং কোভিড দূর করতে চীনকে সাহায্যের জন্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বিল গেটসকে একটি চিঠি লিখেছিলেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd