চে
আপনি কোথায়?
এখানে ভীষণ শীত এখন
এখানে আত্মারা মূলত মৃত ও পঁচা
আস্তাকুঁড়ে পড়ে থাকে আমাদের সবটুকু শব
চোখ খাবি খায় সংকোচে
বাতাসে স্পর্ধা নেই
রোদে চামড়া পুড়ে যায় বটে; নেই জীবনের উত্থান
মাচুপিচুর দরিদ্র কৃষক এখানে এই শহরেও অন্ন খোঁজে ভাগাড়ে
এখানে সবাই দারুণ কুষ্ঠ রোগী
দেখুন কেমন খুলে পড়ছে পঁচা মাংস, চামড়া,অস্থি!
চে
আপনি কোথায়?
প্রেম এখানে কেজির দরে বিক্রি করেন সরকারি কেরানী
চে
এখানে মানুষ খেতে ভালোবাসে মানুষের স্বপ্ন
কিশোরীর বিনুনি নিলামে যায় দুটাকায়
বুটে- বুলেটে কার্পেট হয়ে থাকে আমাদের রাজ পথ
চে
আপনি কোথায়?
আপনাকে বড্ড প্রয়োজন এই শতাব্দীর ।